প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ২০:৩৪
চাঁদপুরে জাটকা নিধনে আটক ১২ জেলে
নিষেধাজ্ঞার মধ্যে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকাসহ মাছ ধরায় ১২ জেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌথানা পুলিশ। এর মধ্যে ১১ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। ৫ মার্চ মঙ্গলবার রাত ৮টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান।
|আরো খবর
তিনি বলেন, গত ২৪ ঘন্টার অভিযানে চাঁদপুর নৌ থানা পলিশ মেঘনা নদীতে জাটকা ধরায় সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের মিনি কক্সবাজার ও শিলাচর নামক স্থান থেকে ১২ জেলেকে গ্রেপ্তার করেন। একই সাথে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা এবং ১১৫ কেজি জাটকা।
গ্রেপ্তার জেলেরা হলেন : শরীয়তপুর জেলার গোসার হাটের মোঃ বিল্লাল (২৭), মোঃ সোহেল মাতবর (২২), মোঃ জামাল বেপারী (২০), মোঃ দেলোয়ার হোসেন (২৪), মোঃ মাইদুল ইসলাম (১৯), মোঃ দুলাল মোল্লা (৪৬), মোঃ লুৎফর মোল্লা (২৭), মোঃ ফরহাদ বেপারী (১৯), নাহিদ গাজী (২২), সোলেমান ফাজাল (২২), মোঃ লুৎফর রহমান (২৬) ও মোঃ শাহাদাত বেপারী (১৩)।
ওসি আরও বলেন, গ্রেপ্তার জেলেদের আদালতে পাঠানো হয়েছে। জব্দৃকত জাটকা স্থানীয় গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ এবং মাছ ধরার নৌকা দুটি নৌথানা হেফাজতে রয়েছে।