প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৯
হাইমচর চরভৈরবীতে কোস্টগার্ড কর্তৃক ৯৫ মণ জাটকা জব্দ
চাঁদপুরের হাইমচর চর ভৈরবী মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি (৯৫) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
|আরো খবর
শনিবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার চাঁদপুর সাঃ লেঃ ফজলু হকের নেতৃত্বে চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন চর ভৈরবী মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে আনুমানিক ৩৮০০ কেজি (৯৫ মণ) জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।