প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৭
চাঁদপুর মহামায়া বাজারে ফুটপাত দখলকারী ১৪ ব্যবসায়ীকে অর্থদন্ড

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ১৪ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক সংলগ্ন ওই বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।
তিনি বলেন, মহামায়া বাজারে পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায় অধিকাংশ ব্যবসায়ী ফুটপাতের উপর তাদের দোকানের কিছু পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। অবৈধ দখলের সাথে জড়িত ১৪ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে ৩১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
এ সময় বাজারে শৃঙ্খলা ফেরানোর জন্য সকল ব্যবসায়ী, ইজারাদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস পাওয়া গেছে। শৃঙ্খলা না আসলে এই বাজার পুনরায় আরও বৃহৎ পরিসরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।