প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭
বিশ বছর পালিয়েও রক্ষা পেলেন না সিরাজ গাজী
৫ বছরের সাজা এড়াতে দীর্ঘ বিশ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না মোঃ সিরাজ গাজী (৫৫) নামের এক ব্যক্তি। বেরসিক পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। অন্যদিকে একইভাবে ৩ বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক থাকার পর পুলিশের হাতে ধরা পড়লো কাদির পাটওয়ারী (৩৫) আরেক অভিযুক্ত। শুক্রবার (
|আরো খবর
৯ ফেব্রুয়ারি)
দিবাগত রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ সিরাজ গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান গ্রামের আল আমিনের ছেলে। তিনি জিআর-২৪৫/ ২০০০ মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ২০ বছর পলাতক ছিলেন তিনি।
গ্রেপ্তারকৃত অপর আসামি কাদির পাটওয়ারী একই গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তিনি জিআর-৪১২/ ১১ মামলার ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়েরপর ৬ বছর পলাতক ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভান গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তারের পর শনিবার (১০ ফেব্রুয়ারি ) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আসামিদ্বয়ের বিরুদ্ধে সাজা ঘোষণার পর থেকেই একজন ২০ বছর পলাতক ছিলেন, অপরজন ৬ বছর পলাতক ছিলেন।