মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু। বার্ষিক বাজেট ও শোকবার্তা উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী।

বার্ষিক বাজেট সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ আমানউল্লা-১, সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ আহছান হাবীব, অ্যাডঃ মোঃ আবদুল লতিফ শেখ, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ মোঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ মোঃ আবুল কাশেম, অ্যাডঃ শাহআলম-২, অ্যাডঃ আলম খান মঞ্জু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অ্যাডঃ মোঃ জাকির হোসেন ও গীতা পাঠ করেন অ্যাডঃ বিশ্বজিত কর রানা।

সভায় উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সদস্যসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়