প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০২
ফরিদগঞ্জে দুই ধরনের মাদকসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ফরিদগঞ্জ থানা পুলিশ দুই ধরনের মাদক এবং দুইটি মোটর সাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের সকরেল বাড়ি কুমিল্লা জেলায়। তারা হলেন, আবদুল কাদের জিলানী (৩৫), সদর দক্ষিণ মডেল, মোঃ গিয়াস উদ্দিন (৪৩), উভয় থানা-সদর দক্ষিণ মডেল, মোঃ পারভেজ (৩৩), কোতয়ালী মডেল, সর্ব জেলা-কুমিল্লা। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের অন্তর্গ গল্লাক বাজারের ওয়াপদা ব্রীজের উপর থেকে তাদেও আটক করা হয়। এসময় তাদের কাছে ৩০ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা উদ্ধার এবং তাদেরন ব্যবহৃত ২টি মোটর সাইকেল জব্দ করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গল্লাক বাজারের ওয়াপদা ব্রীজের উপর সন্দেহজনক গতিবিধি দেখে দুইটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে এসআই মোঃ ইসমাইল হোসেন নেতৃত্বে পুলিশের একটি টিম। পরে ব্যাগ তাদের কাছ থেকে তল্লাশিকালে ৩০ বোতল ফেনসিডিল, ৪কেজি গাঁজা উদ্ধার করে ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, তারা দীর্ঘ দিন কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হইতে ফেনসিডিল সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো: সাইদুল ইসলাম জানান, চাঁদপুর তথা ফরিদগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ। সেই মোতাবেক থানা পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সর্বশেষ মাদক আটকের সিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েল পূর্বক ৭ ফেব্রুয়ারি বুধবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।