প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪০
মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায়
চাঁদপুর জেলা হাসপাতাল দত্ত ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অভ্যন্তরে দত্ত ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, বাজার তদারকি অভিযানে
সদর হাসপাতালের সামনে দত্ত ফার্মেসিতে অভিযান পরিচালনা করে প্রচুর মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।