শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৩

ঢাকা দোহারে বালুবাহী ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

আব্দুল মান্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতে
ঢাকা দোহারে বালুবাহী ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরেঢাকা দোহার সড়কে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী স্বর্ণা আক্তার (১৭) মৃত্যুবরণ করেন। এসময় তার মরদেহ রেখেই পালিয়ে গেছে মােটরসাইকেল চালক। ধরা যায়নি ঘাতক ট্রাকটিও। ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মাকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে। সে দোহার পদ্মা সরকারি কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মােটরসাইকেল করে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজ ছাত্রী মােটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মুত্যু হয়। দূর্ঘটনার পরে স্বর্ণাকে বহন করা মােটরসাইকেল নিয়ে পালিয়ে যায় চালক। ঘাতক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানাে হয়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে। নিহত ছাত্রীর স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে। মােটরসাইকেল চালক ও ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়