প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৯
বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে জনতার হাতে আটক ১
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকালে জনতা ১ জনকে হাতে নাতে আটক করেছে। আটককৃত ছিনতাইকারী মতলব উত্তর উপজেলা দূর্গাপুর ইউনিয়নের ছোট দার্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আল-আমীন (৩২)।
এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের কর করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাতিকাটা টরকি গ্রামের মৃত-শুক্কুর আলীর ছেলে হুমায়ুন কবির সুজাতপুর বাজারে বিকাশ ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত শুক্রবার সন্ধ্যায় সুজাতপুর বাজাট থেকে তার বাড়িতে যাওয়ার পথে হাতিকাটা টরকি রাস্তার কালভার্টের সামনে আগে ওৎপেতে থাকা ৬/৭ জন লোক হুমায়ুনকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম করে তার সাথে থাকা ৭ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার ডাকচিৎকার আশেপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া করে ১ জনকে আটক করে থানায় সোপর্দ করে। অপর দিকে আহত হুমায়ুন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটককৃত আল-আমীন তার সাথে থাকা সহযোগীদের নাম শিকার করেছে। তারা হলো উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরী গ্রামের মহরম আলীর ছেলে মোঃ ইয়াছিন (২২) এবং রুহুল আমিনের ছেলে শাহপরান (২৭) আরো অজ্ঞাতনামা ৩/৪ জন।
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং একজন আটক আছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ক্যাপশন: আহত বিকাশ ব্যবসায়ী হুমায়ুন কবির।