মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৬

ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় ব্যবসায়ীর মৃত্যু

কামরুজ্জামান টুটুল
ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় ব্যবসায়ীর মৃত্যু

ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় মোঃ মিজানুর রহমান (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কৈয়ারপুর-অলিপুর সড়কের অলিপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান একই ইউনিয়নের অলিপুর গ্রামের মীরের বাড়ির মরহুম মোস্তফা কামালের ছেলে।

প্রত্যক্ষদর্শী সবুজ মিয়া, হারু পাল জানান, মিজান হাজীগঞ্জ বাজার হতে নিজ দোকানের মালামাল নিয়ে অটোরিকশা যোগে অলিপুরের নিজ দোকানে ফিরছিলেন। পাথুরিয়া বাড়ির সামনে আসলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় অটোচালক লাফিয়ে বেঁচে গেলেও মিজান নিজের মালামালসহ অটোরিকশার নিচে চাপা পড়েন। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা বলেন, হাসপাতালে আনার পূর্বেই মিজানুর রহমান মারা গেছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ চাঁদপুর কণ্ঠকে বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়