বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৪

সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ৮ বিএনপি ৭

সভাপতি অ্যাডঃ সায়েদুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী

গোলাম মোস্তফা ॥
সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ৮ বিএনপি ৭

২৫ জানুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার ছিলো ৩৭৩ জন। তন্মধ্যে ৩৬৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ৬টি বুথে এই সকল ভোটার ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ৩০ জন প্রার্থী ১৫টি পদের জন্য লড়াই করেছেন।

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আব্দুল্লাহীল বাকী ও অ্যাডঃ শরীফ মাহমুদ সায়েম প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ মোঃ বদরুল আলম চৌধুরী ও অ্যাডঃ ইমাম হোসেন টিটু প্যানেল থেকে এ সকল প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করেন।

রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সদ্য বিদায়ী সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল ফলাফল ঘোষণা করেন।

এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ও ৭টি পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন : সভাপতি পদে অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু (প্রাপ্ত ভোট ২০৪), সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ বদরুল আলম চৌধুরী (প্রাপ্ত ভোট ১৯৭), জুনিয়র সহ-সভাপতি পদে মোঃ শাহজাহান আখন্দ (প্রাপ্ত ভোট ১৮৫), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ বিশ্বজিত কর রানা (প্রাপ্ত ভোট ১৮৭), চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আবু কাউছার (প্রাপ্ত ভোট ১৮৭), সম্পাদক রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ শাহ-ই-জালাল সাব্বির (প্রাপ্ত ভোট ১৯৪), সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ মুহাম্মদ শেখ সাদী (প্রাপ্ত ভোট ১৮১) ও অ্যাডঃ আবির হোসেন রনি (প্রাপ্ত ভোট ১৭৭)।

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ এএনএম মাইনুল ইসলাম (প্রাপ্ত ১৯৪ ভোট), যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোঃ শরীফ মাহমুদ সায়েম (প্রাপ্ত ভোট ১৯৪), সম্পাদক ফরমস্ পদে অ্যাডঃ সাজ্জাদুল বোরহান হৃদয় (প্রাপ্ত ভোট ১৮৯), সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ জাবির হোসেন (প্রাপ্ত ভোট ২১০), জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোঃ মামুন হোসেন মিয়াজী (প্রাপ্ত ভোট ১৮৫), রানিং অডিটর পদে অ্যাডঃ শফিকুল ইসলাম রনি (প্রাপ্ত ভোট ১৯০ ভোট) ও সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ আবদুল্লাহ আল নাকিব (প্রাপ্ত ভোট ১৮৫)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়