রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

আজ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
আজ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৪। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৭৩ জন। ৬টি বুথে ভোটাররা ভোট প্রদান করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ৩০ জন প্রার্থী ১৫টি পদের জন্যে লড়ছেন।

নির্বাচন উপলক্ষে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আব্দুল্লাহীল বাকী ও অ্যাডঃ শরীফ মাহমুদ সায়েম প্যানেলের এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ মোঃ বদরুল আলম চৌধুরী ও অ্যাডঃ ইমাম হোসেন টিটু প্যানেলের পরিচিতি সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমন্বয় পরিষদ এবং রাত ৮টায় একই ভেন্যুতে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের প্রাথীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। দুটি সভাতেই প্রাথী ও প্যানেলের সিনিয়র আইনজীবীরা বক্তব্য দেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভবনের ২য় তলায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করবেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ তৌহিদুল ইসলাম তরুণ ও জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ কাইউম মোল্লা।

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডঃ সেলিম আকবর-অ্যাডঃ আব্দুল্লাহীল বাকী ও অ্যাডঃ শরীফ মাহমুদ সায়েম প্যানেলের প্রাথীরা হলেন--সভাপতি পদে অ্যাডঃ সেলিম আকবর, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ এএনএম মাইনুল ইসলাম, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ ফরিদ আহমেদ মিয়া রিপন, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আবদুল্লাহীল বাকী, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোঃ শরীফ মাহমুদ সায়েম, সম্পাদক ফরমস্ পদে অ্যাডঃ সাজ্জাদুল বোরহান হৃদয়, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ জাবির হোসেন, সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোঃ মামুন হোসেন মিয়াজী, রানিং অডিটর পদে অ্যাডঃ শফিকুল ইসলাম রনি, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ মুহাম্মদ আবুল বাশার (সুমন), সম্পাদক রেজিস্টারিং অথরিটি পদে মহিউদ্দিন (ফাহাদ), সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ কামরুল হাসান প্রধান, অ্যাডঃ মোঃ আলাউদ্দিন ও অ্যাডঃ আবদুল্লাহ আল নাকিব।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ মোঃ বদরুল আলম চৌধুরী ও অ্যাডঃ ইমাম হোসেন টিটু প্যানেলের প্রাথীরা হলেন--সভাপতি পদে অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ গাজী মোঃ দুলাল মিয়া, জুনিয়র সহ-সভাপতি পদে মোঃ শাহজাহান আখন্দ, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ বদরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোঃ ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস্ পদে অ্যাডঃ রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ রিজিয়া পারভীন শান্তা মানছুরী, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ বিশ্বজিত কর রানা, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোঃ মাসুদ রানা, রানিং অডিটর পদে অ্যাডঃ আজমির খান, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আবু কাউছার, সম্পাদক রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ শাহ-ই-জালাল সাব্বির, সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ মুহাম্মদ শেখ সাদী, অ্যাডঃ মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী ও অ্যাডঃ আবির হোসেন রনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়