শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:২১

চাঁদপুর শহরে হাসপাতাল সিলগালা, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

অনলাইন ডেস্ক
চাঁদপুর শহরে হাসপাতাল সিলগালা, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় ‘চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতাল’ নামের এক হাসপাতাল সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেডিএইড ও মডেল ডায়াগনস্টিক সেন্টার নামের দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ২১ জানুয়ারি দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শহরের চেয়ারম্যানঘাট এলাকার চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতালে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানটিকে সিলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন ও কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার আইনে মডেল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শহরের ৩ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন। সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়