মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |  
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১৭:০৮

হাজীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ!

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ!

হাজীগঞ্জে আদালতের স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) অমান্য করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম বেপারী আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা মোতাবেক স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন।

মো. সিরাজুল ইসলাম বেপারী ওই গ্রামের মৃত ছাত্তার বেপারীর ছেলে। অভিযোগে তিনি একই গ্রামের মৃত চাঁদ বক্স প্রধানের ছেলে মির হোসেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে মো. মাছুম ও তানজিল হোসেনকে প্রতিপক্ষ করেন। যার মামলা নং-০১/২০২৪।

জানা গেছে, উপজেলার বাকিলা ইউনিয়নের সাবেক ১৯৫ হাল ৩৮নং সন্না মৌজার সিএস- ২৪৭ নং, এসএ- ২৫৩ নং, বিএস- ৭৬০ ও ৩৮৯ নং খতিয়ানের সাবেক ১১৯৮ হালে ২৫৩০ ও ২৫৩২ নং দাগে নাল .২৬ একর ভূমি রয়েছে। যার উত্তরে ইয়াকুব, দক্ষিণে মির হোসেন, পূর্বে সরকারি রাস্তা ও পশ্চিমে সিরাজ বেপারী রয়েছেন।

উল্লেখিত চৌহুদ্দিকৃত ভূমিতে প্রতিপক্ষ মির হোসেন, মো. মাছুম ও মো. তানজিল জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে মো. সিরাজুল ইসলাম বেপারী চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কার্যালয়ে স্থিতাবস্থার আদেশ চেয়ে একটি দরখাস্ত করেন।

আদালত তার দরখাস্তটি আমলে নিয়ে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা মোতাবেক অস্থায়ী স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন এবং নির্দেশনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) অস্থায়ী স্থিতাবস্থা বজায় ও সহকারী কমিশনারকে (ভূমি) নালিশী ভূমির দখল বিষয়ে মতামতসহ তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা উল্লেখ করেন।

পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. মনির হোসাইন গত ২ জানুয়ারি প্রতিপক্ষ মির হোসেন, মো. মাছুম ও মো. তানজিলকে নোটিশ প্রদান করে নালিশী ভূমিতে অস্থায়ী স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন। কিন্তু প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চলমান রাখেন।

এ বিষয়ে অভিযুক্ত মির হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তিনি যে দাগে কাজ করছেন ওই দাগে নিষেধাজ্ঞা নেই।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, আদালতের স্থিতাবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজ চলমানের বিষয়ে তিনি বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়