প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাইমচরে জাটকা বিক্রির সংবাদ প্রকাশের পর
চরভৈরবী আড়তে সম্মিলিত সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ জাটকাসহ আটক ২
‘হাইমচরে মাছের আড়তে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা’ এই শিরোনামে চাঁদপুর কণ্ঠসহ বিভিন্ন জাতীয় এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাটে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌপুলিশের সম্মিলিত অভিযানে আনুমানিক ৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে চরভৈরবী মাছঘাট এলাকায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ২ জনকে আটক করা হয়। এ সময় আড়তদারকে ৪ হাজার, ১ জন পাইকারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫০০ কেজি জাটকা জব্দ করা হয় এবং জাটকা মাছ পরিবহনের দায়ে ৭ টি নৌকা জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, চরভৈরবী মাছঘাটে মোবাইল কোর্টের মাধ্যমে সম্মিলিত অভিযানে জব্দকৃত ৫০০ কেজি মাছ ৮টি এতিমখানায় বিতরণ করা হয় এবং পাইকারি ও খুচরা বিক্রেতা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, ক্রেতা-বিক্রেতাসহ উপস্থিত সকলকে বিশেষ কম্বিং অপারেশন এবং চলমান জাটকা রক্ষা কার্যক্রম বিষয়ে সচেতন করা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ, কোস্টগার্ড সিসি মোহাম্মদ এমদাদুল, হাইমচর থানা পুলিশ ও নীলকমল নৌপুলিশের ফোর্স উপস্থিত ছিলেন।