প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১৭:৩২
হাইমচরে জাটকা বিক্রির সংবাদ প্রকাশের পর
প্রশাসনের অভিযানে বিপুল পরিমান জাটকাসহ আটক ২

হাইমচর চরভৈরবী আড়তে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা, ধ্বংস হচ্ছে ইলিশের প্রজম্ম। এই শিরোনামে বিভিন্ন জাতীয় এবং স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় নিউজ প্রকাশের পরে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাটে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা পুলিশ, নৌপুলিশের সম্মিলিত অভিযানে আনুমানিক ৫শ' কেজি জাটকা জব্দ করা হয়।
|আরো খবর
বুধবার ১৭ জানুয়ারি সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে চরভৈরবী মাছঘাট এলাকায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ২ জনকে আটক করে ১ জন আড়তদারকে ৪ হাজার, ১ জন পাইকারকে ৩ হাজার। মোট দুইজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এছাড়াও জাটকা মাছ পরিবহনের দায়ে ৭ টি নৌকা জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, চরভৈরবী মাছঘাটে মোবাইল কোর্টের মাধ্যমে সম্মিলিত অভিযানে জব্দকৃত ৫০০ কেজি মাছ ৮টি এতিমখানার বিতরণ করা হয়। এবং পাইকার পাইকারি ও খুচরা বিক্রেতা, জনপ্রতিনিধি এবং মৎস্যজীবী, ক্রেতা বিক্রেতাসহ উপস্থিত সকলকে বিশেষ কম্বিং অপারেশন এবং চলমান জাটকা রক্ষা কার্যক্রম বিষয়ে সচেতন করা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ, কোস্টগার্ড সিসি মোহাম্মদ এমদাদুল, হাইমচর থানা পুলিশ ও নীলকমল নৌপুলিশ এর কনটেনজান উপস্থিত ছিলেন।