প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১৯:৩৯
ফরিদগঞ্জে ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর মালামাল চুরির ঘটনায় আটক ৩
ডাকাতিয়া নদীর উপর চাঁদপুর-ফরিদগঞ্জ উপজেলাকে সংযোগকারী নির্মাণ শেষের পথে ভাষাবীর এমএ ওয়াদুদ সেতুর মালামাল চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের ১৪ জানুয়ারি রোববার চাঁদপুর আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। এর আগে গত ১২ জানুয়ারি রাতে সেতুর মালামাল চুরির অভিযোগে স্থানীয় লোকজন ৩জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দিপু মনি এমপির পিতা ভাষাবীর এমএ ওয়াদুদের নামে ডাকাতিয়া নদীর উপর ২৭৪.২০ মিটারের চাঁদপুর সদর উপজেলার রামপুর ও ফরিদগঞ্জ উপজেলার চররনবলিয়া গ্রামের সংযোগকারী সেতুটি ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি উদ্বোধন হয়। সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান ঢাকার কলাবাগানের ইএএম হোল্ডিং লিঃ।
বর্তমানে সেতুর নির্মাণ কাজ শেষের পথে। গত ১২ জানুয়ারি শুক্রবার গভীর রাতে সেতুর মালামাল চুরির অভিযোগে স্থানীয় লোকজন মালামালসহ ৩জনকে আটক করে। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। এ সময় প্রায় ৮০ কেজি ওজনের লোহার পাইপ ও ৪৫ কেজি ওজনের লোহার সামগ্রী উদ্ধার করে।
পরে সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মোঃ মনির হোসেন (৪০), মোঃ মিন্টু মিয়া মিজি (৪৩), মোঃ রাজু হোসেন (২৭)নামে আটককৃত ৩জনকে অভিযুক্ত করে শনিবার ১৩ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর ১৪ জানুয়ারি রোববার তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।