প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ২০:৪৩
হাজীগঞ্জে ২টি গরু নিয়ে আন্তঃজেলা গরু চোরচক্রের ৩ সদস্য আটক

হাজীগঞ্জ চুরি যাওয়া দুটি গরুসহ আন্ত:জেলা গরু চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জানুয়ারি) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার বালিয়া এলাকা থেকে তিন চোর আটক করে পুলিশ
পরে চোরের দলের স্বীকারোক্তিতে দুইটি চোরাই গরু উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল পূর্ব পাড়া জমাদ্দার বাড়ীর আবদুল কাদির (৩২), চাঁদপুর সদর উপজেলার মধ্যে শ্রীরামদী এলাকার লিটন (৪০) ও একই উপজেলার বালিয়া এলাকার শফিকুর রহমান (৪০)। লিটন এলাকায় হোমিও লিটন এবং শফিকুর রহমান রিপন মাল নামে পরিচিত।
পুলিশ জানায়, হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের হাজী বাড়ির পারুল বেগমের গরু চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ তদন্তপূর্বক চোরচক্রের সদস্যদের চিহিৃত করে এবং চাঁদপুর সদর উপজেলার বালিয়া এলাকায় অভিযান চালিয়ে তিন চোরকে আটক করা হয়।
একই সময়ে আটককৃতদের স্বীকারোক্তিদের দুইটি চোরাই গরু উদ্ধার করে পারুল বেগমের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে মামলায় আটককৃত আবদুল কাদির, লিটন ও শফিকুর রহমান রিপন মালকে গ্রেফতার দেখিয়ে আদালতে হস্তান্তর করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃতরা দীর্ঘদিন গরু চুরির সাথে জড়িত বলে স্বীকার করে। তারা চাঁদপুরের বিভিন্ন উপজেলাসহ প¦ার্শবর্তী জেলার উপজেলাগুলোতে গরু চুরি করে থাকতো।