মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ২০:৪০

হাজীগঞ্জে ২ গরু চুরিতে সর্বশান্ত দিনমজুর

হাজীগঞ্জে ২ গরু চুরিতে সর্বশান্ত দিনমজুর
কামরুজ্জামান টুটুল

দিন মজুর হারুন। অনেকটা নি:স্ব। সম্বল সম্বল বলতে গরু দুটি আর গায়ের শক্তি। মাঠে কাজ করতে গিয়ে গরুর জন্য খড়কুটা কুড়িয়ে আনেন।  তা দিয়ে গরুর খাবার জুটে। সেই দুটি গরুর প্রতি চোরের নজর পড়ে। চোরের দল দুটি গরুই চুরি করে নিয়ে যায়। 

গত বুধবার (১০ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মো. হারুন মজুমদার। তিনি পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মধ্য মজুমদার বাড়ির জিতু মজুমদারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দিনহত রাতের কোন এক সময়ে চোর বা চোরের দল হারুন মজুমদারের বাড়ির সামনে থাকা গোয়াল ঘরের দরজার হ্যাজবোল্টসহ ৫টি তালা ও শিকল কেটে গাভী দুইটি নিয়ে যায়। এর মধ্যে একটি গাভী লাল ও একটি সাদাকালো চিত্রা রংয়ের। লাল রংয়ের গাভীটি ১৫ দিন পূর্বে একটি বাছুর জন্ম দিয়েছিল।

ক্ষতিগ্রস্ত হারুন মজুমদার জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে গাভী দুইটির গলায় পৃথকভাবে তালাবব্দ ও শিকল পেঁচিয়ে এবং গোয়াল ঘরের দরজায় ৩টি তালা দিয়ে তিনি বসতঘরে চলে আসেন। আসার সময় গরু দুইটিকে খাবার দিয়ে লাল রংয়ের গাভিটির সদ্যজাত বাছুরটিকে সাথে নিয়ে আসেন। বুধবার ভোরে ফজরের নামাজের পর গোয়ালঘরে গিয়ে দেখি গরু দুইটি নেই। চোরেরা গোয়াল ঘরের দরজার তিনটি তালা এবং গরু দুইটি গলায় পেঁচানো শিকল ও দুটি তালাসহ মোট ৫টি তালা কেটে গরুগুলো নিয়ে গেছে। এসময় কান্নাজড়িত কন্ঠে তিনি জানান, গরু দুইটি দাম আড়াই/তিন লাখ টাকা হবে।

ওই বাড়ির কবির মজুমদার বলেন, চার/পাঁছ বছর আগে একটি গাভী গরু কিনে লালন পালন করেন হারুন মজুমদার। গাভিটি ১৫ দিন আগে একটি বাছুর জন্ম দিয়েছে এবং সেই গাভীর প্রথম বাছুরটি অনেক বড় হয়েছে। ওই বাছুরটিও কয়েকমাস পরে বাছুর জন্ম দিবে। অথচ এই সময়ে গাভী দুইটি চোরে নিয়ে গেছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ চাঁদপুর কন্ঠকে জানান, তদন্তপূর্বক চোরদের চিহিৃত এবং গাভী দুইটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়