প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ২২:০৬
ইউরেশিয়া রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
স্টাফ রিপোর্টার

|আরো খবর
চাঁদপুর শহরে বাজার তদারকি অভিযানে বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ বার্গারের বনরুটি ও বিস্কুট পাওয়ায় চেয়ারম্যান ঘাটস্থ ইউরেশিয়া রেস্তোরাকে ১৫ হাজার ও ঢাকা কনফেকশনারিকে ২ হাজার টাকাসহ ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় টিম।
২১ নভেম্বর মঙ্গলবার চেয়ারম্যানঘাটস্থ এলাকার ইউরেশিয়া রেস্টুরেন্টে বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ বার্গারের বনরুটি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার অর্থদণ্ড করা হয়েছে। একই দিনের অভিযানে ঢাকা কনফেশনারিতে মেয়াদোত্তীর্ণ বিস্কুট পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা পুলিশের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন।