বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ২১:৩৫

মতলবের মেঘনা নদীতে বাল্কহেডসহ আটক ৩

৩ লাখ টাকা জরিমানা

মতলবের মেঘনা নদীতে বাল্কহেডসহ আটক ৩
মাহবুব আলম লাভলু

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি বাল্কহেডসহ ৩ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জান যায়, রবিবার রাতে মতলব উত্তরে মেঘনা নদীর মোহনপুর ইউনিয়নের নাছিরারচর এলাকায় অবৈধ বালুমহালে মাটি কাটায় একটি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলো বরিশাল জেলার উজিরপুর উপজেলার বারেক হাওলাদারের ছেলে মো: মাসুদ রানা হাওলাদার (২৯), আব্দুল মান্নানের ছেলে নুরে আলম (৩৫) ও ওহায়েদ খানের ছেলে মো: রফিক খান (৪২)। মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-এমরান খান জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারাবিহীন অবস্থায় বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড আটক করা হয় এবং বাল্কহেড থেকে ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। তাদের প্রত্যক জনকে ১ লক্ষ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়