প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১৯:২৬
চাঁদপুর শহরের অধিকাংশ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ

চাঁদপুর শহরের অধিকাংশ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, চাঁদপুর শহরে অধিকাংশ আবাসিক হোটেলে প্রতিদিন অসামাজিক কার্যকলাপ হচ্ছে। হোটেল ম্যানেজার ও হোটেল বয়দের সাথে আঁতাত করে অসামাজিক কার্যকলাপ করার কথা শোনা যায়।
গ্রামাঞ্চল থেকে আসা যুবক-যুবতী ও এক শ্রেণির মধ্যে বয়সী নারীরা তাদের পরকীয়া প্রেমিকসহ হোটেলে এসে অসামাজিক কার্যকলাপ করে থাকে। বিনিময়ে হোটেল ম্যানেজার ও হোটেল বয় অধিক টাকা পেয়ে থাকে। এরা ডাক্তার দেখানোর নাম করে ডাক্তারের ফাইল নিয়ে হোটেলগুলোতে আসে। ১/২ ঘন্টার জন্য রুম ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এদের বেশির ভাগ স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকে।
আর রুম ভাড়া বাবদ হোটেল কতৃপক্ষ ১০০০-১৫০০ টাকা পেয়ে থাকে। গত কদিন আগে শহরের চৌধুরী ঘাটস্থ আবাসিক হোটেল তাজমহল থেকে দিনের বেলায় এক ছেলে ও এক মেয়েকে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে মোবাইল ফোনে হোটেল ম্যানেজার জানান, আমাদের এখানে অসামাজিক কার্যকলাপ হয়নি। কিন্তু আটক হওয়ার বিষয়টি স্বীকার করেন।