সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১৭:৫৮

চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ৫ ‘দালাল’ আটক

অনলাইন ডেস্ক
চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ৫ ‘দালাল’ আটক

আড়াই'শ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে পাঁচ দালালকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) বেলা বারোটার সময় হাসপাতালের জরুরি বিভাগের নিচ তলাসহ ডাক্তার চেম্বারের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- আলম (২৮),দ্বীপ দে (২৩),মাহিম গাজী(১৯),রায়হান(১৯) ও রিয়াদ হোসেন (২৫)। এরা সবাই মহরের বাসিন্দা।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ শেখ মহসীন আলম জানিয়েছেন , অভিযুক্তরা বিভিন্ন ক্লিনিকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করাসহ হাসপাতালের শৃঙ্খলা পরিপন্থী

বিভিন্ন কার্যক্রমে জড়িত। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করায় আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে আদালতের সোপর্দ করেছি।

উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়