মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১৯:১৭

মতলবে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী আহত

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী আহত

মতলব দক্ষিণে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপদারের বেত্রাঘাতে ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সানজিদ ইসলাম (১৪) আহত হয়েছে।

আহত সানজিদ ইসলাম জানান, ৫ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় বিজ্ঞান ক্লাশে হৃদয় স্যার ছিল না। ওই সময়ে ক্লাশ রুম থেকে বের হওয়ার সময় আমার পায়ের সাথে ধাক্কা লেগে বসার বেঞ্চটি পড়ে যায়। ওই সময়ে প্রধান শিক্ষক এসে আমাকে এলোপাথারি মারধর করে। আমার ডাক চিৎকারে অন্যান্য শিক্ষকরা আমাকে উদ্ধার করে। মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছি। তার পিতা ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহআলম।

আহতের বোন সুমাইয়া আক্তার জানান, আমার ভাইয়ের মারধরের বিষয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে বাড়াবাড়ি করলে ভালো হবে না। ঔষধ নিয়ে খাওয়াও, ভালো হয়ে যাবে।

আহতের পিতা মোঃ শাহআলম জানান, বিদ্যালয়ের কর্মকাণ্ড নিয়ে আমার সাথে প্রধান শিক্ষকের কথা কাটাকাটি হয়। সেই জের ধরেই আমার পুত্রকে মারধর করেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে অবগত করেছি। এ নিয়ে মতলব দক্ষিণ থানায় অভিযোগ করেছি।

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপদার মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়