প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ২১:১৮
ডিএনসি চাঁদপুর কর্তৃক ৬ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার

মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে টহল টিম। ৩০/১০/২০২৩ খ্রিঃ তারিখ রাত সাড়ে ৮ টার সময় চাঁদপুর সদর থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকায় লঞ্চ ঘাটের দিকে যাবার সময় যাত্রীবেশী ওই মাদক কারবারিকে আটক করা হয়।
|আরো খবর
সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান,তাঁর সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে তাদের একটি টীম চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ ইমন মিয়া (১৯) গ্রেফতার,পিতা-মৃত সবুজ আলী, মাতা-লিজা আক্তার, স্থায়ী সাং-কৃষ্ণপুর, চৌরাস্তা বাজার (সবুজ আলীর বাড়ী), ইউনিয়ন ২নং গামারীতলা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ এর দেহ তল্লাশি করে ৬ (ছয়) কেজি গাঁজা ও ০১(এক) বোতল বিদেশি মদ তার বহন করা ব্যাগ থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।