প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১৭:৫৭
পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

চাঁদপুর বিচার বিভাগে
পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর ) বিকাল সাড়ে ৪টায়। চাঁদপুর জেলা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে
চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মোঃ নুরুল আলম সিদ্দীক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,চাঁদপুর সভাপতিত্বে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, ও পুলিশ সুপার পিবিআই মো. মোস্তফা কামাল রাশেদ চাঁদপুরসহ বিজ্ঞ বিচারকবৃন্দ ও জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপ্রধানের বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক
বলেন, মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে। এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।