প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ২১:২৫
বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য (বিচারক) হলেন অ্যাডঃ আহছান হাবীব
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি অ্যাডঃ মোঃ আহছান হাবীব বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য (বিচারক) নির্বাচিত হয়েছেন।
গত জুন মাসে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যকরী কমিটির সভায় সকলের উপস্থিতি ও সিদ্ধান্ত মতে অ্যাডঃ আহছান হাবীবকে ট্রাইব্যুনালের সদস্য (বিচারক) নির্বাচিত করা হয়।
অ্যাডঃ আহছান হাবীব এর পূর্বে ২০০২ সালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০৭ ও ২০০৮ সালে সাধারণ সম্পাদক এবং ২০১২ ও ২০২১ সালে সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ছিলেন এবং বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি হাজীগঞ্জের ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের চতুর্থ বার সভাপতি, চাঁদপুরস্থ হাজীগঞ্জ-শাহরাস্তি আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সদস্য, ঢাকা বার ও চাঁদপুর আয়কর আইনজীবী সমিতি, চাঁদপুর ডায়াবেটিক সমিতি, রেডক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর, ঢাকাস্থ চাঁদপুর সমিতি এবং ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির আজীবন সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
অ্যাডঃ আহছান হাবীব ব্যক্তিগত জীবনে ১ কন্যা সন্তানের জনক। তার একমাত্র মেয়ে সাইবা হাবীব রিপা বর্তমানে বিইউপি (বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত) বিশ^বিদ্যালয়ে ৩য় সেমিস্টারে অধ্যয়নরত। তার স্ত্রী অ্যাডঃ আফরোজা খানম ঢাকা বার, ঢাকা কর আইনজীবী সমিতি ও সুপ্রীম কোর্টের সদস্য হিসেবে নিয়মিত প্র্যাকটিস করছেন।
অ্যাডঃ আহছান হাবীব এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, আমার উপর বাংলাদেশ বার কাউন্সিল যে দায়িত্ব দিয়েছে সেটা যেনো সুন্দরভাবে পালন করতে পারি এবং বর্তমান সরকারের সকল ধরনের সেবামূলক কাজের সাথে জড়িত থাকতে পারি সেজন্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।