বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কচুয়ায় মাদ্রাসা ছাত্র বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রফতার

কচুয়ায় মাদ্রাসা ছাত্র বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রফতার
ফরহাদ চৌধুরী ॥

কচুয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম (সজিব)কে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর বাজারে অবস্থিত লতিফিয়া এনামিয়া হাফিজিয়া মাদ্রাসার কর্মরত শিক্ষক শহিদুল ইসলাম সজিব ১৮ সেপ্টেম্বর রাত ১১টার সময় ওই মাদ্রাসার ৬ষ্ঠ তলার নাজেরা বিভাগের (আবাসিক) ১২ বছরের এক ছাত্রকে শরীর ম্যাসেজ করার কথা বলে জোরপূর্বক বলাৎকার করে এবং এ কথা কাউকে বলতে নিষেধ করে। ১৯ সেপ্টেম্বর ওই ছাত্র কাউকে না বলে ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে তার অভিভাবকদের কাছে বলাৎকারের ঘটনা প্রকাশ করে। ওই শিক্ষক ১৯ সেপ্টেম্বর ছাত্রকে দেখতে না পেয়ে তাদের বাড়িতে খুঁজতে গেলে শিক্ষক শহীদুল ইসলামকে পরিবারের লোকজন আটকে রাখে।

সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ শহীদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ছাত্রের চাচা শহীদুল ইসলামকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার ব্যাপারে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কোনো শিক্ষককে না পেয়ে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমি প্রতিষ্ঠানের শিক্ষক সজিবকে আটক করে থানায় নিয়ে যাওয়ার বিষয় জানতে পেরে তাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করার নির্দেশ প্রদান করি।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান, ২০ সেপ্টেম্বর বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে ধর্ষণকারী শহীদুল ইসলাম সজিবকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়