শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৮

চাঁদপুরে পাঁচ হাজার পিচ ইয়াবাসহ আটক ৫

অনলাইন ডেস্ক
চাঁদপুরে পাঁচ হাজার পিচ ইয়াবাসহ আটক ৫

চাঁদপুরে ৫ হাজার পিচ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছেন পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিনা ফেরীঘাটস্থ জাহিদ হোটেলের সামনে ৫ হাজার পিচ ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন : কক্সবাজার টেকনাফ এলাকার দেলোয়ার হোসেন (৪৩), একই এলাকার ফয়েজ উদ্দিন হারিস (২৮), রেদওয়ান (২৫), সোনা মিয়া (৩৫) ও মো. মিজান (২১)।

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউপির হরিণা ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ হেলাল উদ্দিন ও এএসআই মোঃ শহিদুল্লাহসহ সংঙ্গীয় সদস্যরা গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক তাদের করে থানায় নিয়ে আসে। এসব ইয়াবা টেকনাফ থেকে চাঁদপুরের হরিণাঘাট হয়ে শরিয়তপুর নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানান, দীর্ঘদিন তারা বিভিন্ন স্থান হতে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করিয়া আসছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল ধৃত আসামী মোঃ দলেোয়ার হোসনে (৪৩) এর পেন্টের ডান পকটে হতে ৫টি নীল ফয়েল প্যাকে মোড়ানো ২শ’ পিচ করে ১ হাজার পিচ, ফয়জে উদ্দীনের নিকট থেকে ৫টি নীল ফয়েল প্যাকে মোড়ানো ২শ’ পিচ করে ১ হাজার পিচ, রেদোয়ান (২৫- এর পেন্টের পকটে হতে ৫টি নীল ফয়েল প্যাকে মোড়ানো ২শ‘ পিচ করে ১ হাজার পিচ, সোনা মিয়ার পেন্টের ডান পকটে হতে ৫টি নীল ফয়েল প্যাকে মোড়ানো ২শ’ পিচ করে ১ হাজার পিচ, মোঃ মিজানের পেন্টের ডান পকটে হতে ৫টি নীল ফয়েল প্যাকে মোড়ানো ২শ’ পিচ করে ১ হাজার পিচসহ মোট ৫ হাজার পিচ ইয়াবা জব্দ করে। যা মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার, এফআইআর নং-৬০, তারিখ-২০ সেপ্টেম্বর, ২০২৩; ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(গ) রুজু করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম’র দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির, এএসআই (নিঃ) মোঃ শহিদুল্লাহ, এএসআই (নিঃ) মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়