প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৬
কচুয়ায় মাদ্রাসা ছাত্র বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রফতার

কচুয়ায় মাদ্রাসা ছাত্রকে জােরপূর্বক বলাৎকারের (ধর্ষণ) ঘটনায় মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম (সজিব)কে গ্রেফতার করা হয়েছে।
|আরো খবর
থানা সূত্রে জানা গেছে,উপজলার গােহট দক্ষিন ইউনিয়নের রহিমানাগর বাজারে অবস্হিত লতিফিয়া এনামিয়া হাফিজিয়া মাদ্রাসার কর্মরত শিক্ষক শহিদুল ইসলাম সজিব ১৮ সেপ্টেম্বর রাত ১১টার সময় ওই মাদ্রাসার ৬ষ্ঠ তলার নাজরা বিভাগের (আবাসিক) ১২ বছরের এক ছাত্রকে শরীর ম্যাসেজ করার কথা বলে জােরপূর্বক বলাৎকার(ধর্ষণ) করে এবং কাউকে বলতে নিষেধ করে। ১৯ সেপ্টেম্বর ওই ছাত্র কাউকে না বলে ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে তার অভিভাবকদের কাছে বলাৎকারের ঘটনা প্রকাশ করে।
ওই শিক্ষক ১৯ সেপ্টেম্বর ওই ছাত্রকে দেখতে না পেয়ে তাদের বাড়িতে খুজতে গেলে শিক্ষক শহীদুল ইসলামকে পরিবারের লােকজন আটক করে।
সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ শহীদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ছাত্রের চাচা মনু মিয়া শহীদুল ইসলামকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে।
এ ঘটনার ব্যাপারে মাদ্রসায় দায়িত্বপ্রাপ্ত কোন শিক্ষককে না পেয়ে বর্তমানে চট্রগ্রামে অবস্হান করা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,আমি প্রতিষ্ঠানের শিক্ষক সজিবকে আটক করে থানায় নিয়ে যাওয়ার বিষয় জানতে পেরে তাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করার নির্দেশ প্রদান করি।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান,২০ সেপ্টেম্বর বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে ধর্ষনকারী শহীদুলাম সজিবকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়।