শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩১

বড় স্টেশনের মাদক সম্রাজ্ঞী লেংড়ি গাঁজাসহ আটক

গোলাম মোস্তফা
বড় স্টেশনের মাদক সম্রাজ্ঞী লেংড়ি গাঁজাসহ আটক

চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় সদর মডেল থানা পুলিশের অভিযানে ঐ এলাকার মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত কামরুন্নেছা ওরফে লেংড়িকে গাঁজাসহ আটক করা হয়েছে। জানা যায়, দৈনিক চাঁদপুর কণ্ঠে গত ১৮ সেপ্টেম্বর প্রথম পৃষ্ঠায় চাঁদপুর শহরের মাদক সিন্ডিকেট বড় স্টেশন এলাকা থেকে নিয়ন্ত্রণ করা হয় এমন সংবাদ প্রকাশের পর চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম-এর নির্দেশে এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে মডেল থানা পুলিশ বড় স্টেশন এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫শ’ গ্রাম গাঁজাসহ কামরুন্নেছা ওরফে লেংড়ি (৪৩)কে আটক করে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে শহরের কয়লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করলে আটক কামরুন্নেছা ওরফে লেংড়ির বসতঘরের সামনে থেকে আধা কেজি গাঁজাসহ চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ জাকির হোসেন তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত নারী কামরুন্নেছা ওরফে লেংড়ি শহরের কয়লাঘাট এলাকার শুক্কুর আলী ভূঁইয়ার স্ত্রী।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ জাকির হোসেন জানান, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের নির্দেশে কয়লাঘাট এলাকার বস্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদক কেনা-বেচা করার সময় কামরুন্নেছা ওরফে লেংড়িকে ৫শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তার বসতঘরের সামনে ডান হাতে আকাশী রংয়ের ব্যাগ থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, আটক নারীর বিরুদ্ধে একধিক মামলা রয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়