সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৭

ধাওয়াকৃত পিকআপে মিললো বিপুল পরিমাণ মাদক

কামরুজ্জামান টুটুল
ধাওয়াকৃত পিকআপে মিললো বিপুল পরিমাণ মাদক

ধাওয়াকৃত পিকআপ ট্রাক তল্যাশী করে মিলেছে  ২৭ কেজি গাঁজা আর ১৬ বোতল হইস্কি । অপর এক অভিযানে ১শ পিচ  ইয়াবাসহ সব মিলিয়ে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ। শনিবার দিনগত রাতে পৃথক অভিযানে উক্ত মাদকের চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পৃথম মাদক মামলা দায়েরে প্রস্তিত চলছে বলে পুলিশ জানিয়েছে। গাঁজা হইস্কিসহ আটককৃত মমিন পাটোয়ারী (৩০) চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার ঘোড়াধারী গ্রামের নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে ও ১শ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত আমান উল্যাহ (২৮) হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের ইমাম হোসেনের ছেলে। 

পুলিশ জানায়,  গত শনিবার দিনগত রাতে হাজীগঞ্জ পৌরসভার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের  ধেররা এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ ট্রাককে থামানোর নির্দেশে দিলে ট্রাকটি দ্রতবেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পিছন দিক থেকে পুলিশ ধাওয়া করে পৌর এলাকার পেপসি ঘাট সড়কের মীম বেকারীর সামনে ট্রাকটিকে আটকে তল্যাশীকালে ২৭ কেজি গাঁজা ১৬ বোতল হইস্কিসহ পিকআপ ট্রাকটিকে জব্দ করে। 

অপরদিকে একই দিনগত রাতে পৌর এলাকার প্রফেসরপাড়া সড়কে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ আমান উল্যাহ নামের এক মাদক কারবারীকে আটক করে।

মাদক উদ্বারের নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক মেহবাহুল আলম চৌধুরী। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আটককৃত মাদককারীদ্বয়ের নামে পৃথমভাবে নিয়মিত মাদক মামলা প্রকৃয়া চলমান চলছে। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়