বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১৯:৩২

শ্রীপুরের জহির হত্যা মামলার পলাতক আসামী লাভলু গ্রেফতারশ্রীপুরের জহির হত্যা মামলার পলাতক আসামী লাভলু গ্রেফতার

কামরুজ্জামান টুটুল
শ্রীপুরের জহির হত্যা মামলার পলাতক আসামী লাভলু গ্রেফতারশ্রীপুরের জহির হত্যা মামলার পলাতক আসামী লাভলু গ্রেফতার

৩২ বছর পালিয়ে রক্ষা হয়নি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলোচিত শ্রীপুরের জহির হত্যা মমামলার অন্যতম আসামী লাবলু (৫৫) নামের এক ব্যক্তির। মঙ্গলবার দিনগত (৩০ আগষ্ট) রাতে হাজীগঞ্জ থানা পুলিশ নারায়নগঞ্জের চাষাড়া থেকে গ্রেফতার করে চাঁদপুরের আদালতে হাজির করে। সে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

পুলিশ জানায় , ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে জবাই করে লাশ গুম করা হয়। ওই ঘটনায় লাবলুসহ ৫ জনকে আসামি করে ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারী হাজীগঞ্জ থানায় একটি মামলা (নং- ২) দায়ের করা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি লাবলুসহ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকেসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এর মধ্যে ৩ জন আসামি পলাতক ছিলেন।

ইতিমধ্যে লাবলু নাম-পরিচয় গোপন ও ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলেন। এভাবেই ৩২ বছর তিনি আত্মগোপনে ছিলেন।

তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় লাবলুর অবস্থান নিশ্চিত করে নারায়নগঞ্জের চাষাড়া এলাকাে থেকে তাকে গ্রেফতার করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মিসবাহুল আলম চৌধুরী ও এএসআই পলাশ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আসামি লাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়