বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:০০

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

জরিমানা আতঙ্কে ডাব বিক্রেতারা : সিন্ডিকেট ভাঙ্গলো, কমলো দাম

জরিমানা আতঙ্কে ডাব বিক্রেতারা : সিন্ডিকেট ভাঙ্গলো, কমলো দাম
মিজানুর রহমান ও উজ্জ্বল হোসাইন ॥

ডাবের পানি যেমন প্রাণ জুড়ায় তেমনি ডাব পুষ্টিগুণেও অনন্য। যে কোনো রোগীদের পানীয় হিসেবে ডাবের পানিই ভরসা। আর মানুষের এই ভরসা জিনিসটির দাম সিন্ডিকেটের কবলে পড়ে দিনদিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডেঙ্গু রোগীদের জন্যে চাহিদা থাকায় একেকটি ডাবের দাম কদিন আগেও ১৬০-১৮০ টাকা বিক্রি হতো। তাই সাধারণ মানুষ ডাব খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। দাম বাড়তে বাড়তে ডাব হয়ে উঠেছিলো সোনার হরিণ। কারণ পূর্বে যেখানে একটি ডাব ৫০-৬০ টাকায় পাওয়া যেতে সেটির দাম বেড়ে ক্রয় ক্ষমতার বাইয়ে চলে গিয়েছিলো।

ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর হঠাৎ করেই গত রোববার চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে অভিযানে নামেন। সেখানে পরিচয় গোপন রেখে ডাব কিনতে গেলে ডাব বিক্রেতা উচ্চমূল্য হাঁকিয়ে বসেন। এতে বাধে আসল বিপত্তি। তখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন তাদেরকে জরিমানা করেন। আর এতে করেই চাঁদপুর শহরের সব জয়গায় টনক নড়ে।

গত সোমবার সেরজমিনে নতুনবাজারস্থ ডাবের দোকানে গেলে দেখা যায়, প্রতিটি বড় সাইজের ডাব ৯০ টাকা। অন্য সময় এই ডাবের দাম রাখা হতো কম করে হলেও ১৫০-১৬০ টাকা। প্রতিবেদক দোকানির কাছ থেকে বড় আকৃতির ৫টি ডাব নেন। ডাবের টাকা দেয়ার সময় দোকানি বুঝতে পারেন যে ক্রেতা ভোক্তা অধিকারের কেউ নন। তখন দোকানি বলেন, আমি মনে করেছি আপনারা ভোক্তা অধিকারের লোক। তাই দাম কম চেয়েছি।

গতকালও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানে নামেন। তাদের পর পর অভিযানে ভেঙ্গেছে ডাব বিক্রেতাদের সিন্ডিকেট। গত দুদিনে বাজার পর্যালোচনা করে দেখা গেছে, আগে যে ডাব ১শ’ টাকায় বিক্রি হতো তা ৬০ টাকায়ও কিনতে পেরেছেন ক্রেতারা। এতে সাধারণ ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড, বাসস্ট্যান্ড, কোর্ট প্রাঙ্গণ, চেয়ারম্যান ঘাট, কালীবাড়ি, জোড় পুকুরপাড় ও হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডাব বিক্রেতাদেরকে ইচ্ছেমতো দামে অর্থাৎ সর্বনিম্ন ৯০ টাকা থেকে শুরু করে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখে অযৌক্তিক, অন্যায্য ও অতিরিক্ত দামে ডাব বিক্রি এবং ক্রয় ভাউচার দেখাতে না পারায় বড়স্টেশনে চাঁদ মিয়ার ডাবের দোকানকে ৩০০০, বাচ্চু মাঝির ডাবের দোকানকে ৩০০০ এবং জোড় পুকুর পাড়ের চান্দু মিয়ার ডাবের দোকানকে ৩০০০ টাকাসহ সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৯০০০ জরিমানা করা হয়। পাশাপাশি মোলহেডে ২ জন ডাব বিক্রেতা ৬০ করে ডাব বিক্রি করতে রাজি হলে উপস্থিত জনতা প্রায় ১০০টি ডাব তাৎক্ষণিক কিনে ফেলে। এ সময় অন্য ডাব দোকানদেরকে সতর্ক করা হয়েছে। সবাইকে ক্রয় রশিদ সংগ্রহ করে ডাব বিক্রি করতে বলা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার ও সঙ্গীয় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ফোর্স। ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়