বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ২০:১২

মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার দায়ে চাঁদপুর শহরের পিয়ারলেস ডক্টর'স পয়েন্টকে এবং বেলভিউ হাসপাতাল ফার্মেসীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি টিম ।  

বুধবার (২৩ আগস্ট ) সকালের দিকে শহরের স্টেডিয়াম সড়ক ও জিটি রোড দক্ষিণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান,তার নেতৃত্বে এদিন চাঁদপুর জেলার সদর উপজেলার স্টেডিয়াম রোড এবং জিটি রোড দক্ষিণ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় পিয়ারলেস ডক্টর'স পয়েন্টকে ১৫,০০০/- এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় বেলভিউ হাসপাতাল ফার্মেসীকে ২০,০০০/- সহ সর্বমোট ২ টি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি বন্ধে এবং যথাযথ উপায়ে সেবা প্রদান ও ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযান চলমান থাকবে বলে ওই কর্মকর্তা জানান।

অভিযানে সহায়তা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি টিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়