শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০১:৫২

চাঁদপুর লঞ্চ ঘাটে ১০ কেজি গাঁজাসহ ০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুর লঞ্চ ঘাটে ১০ কেজি গাঁজাসহ ০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

চাঁদপুর লঞ্চ ঘাটে ১০ কেজি গাঁজাসহ ০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।বুধবার (১৬ আগস্ট ২০২৩) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩ তারিখ রাত পৌণে এগারোটার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে, চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকা গামী মিতালী লঞ্চে ব্যাগ হাতে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে এবং ব্যাগ থেকে ০৫ টি প্যাকেট এ ১০ কেজি গাঁজা জব্দ ও মাদক ব্যাবসায়ী মোঃ জানু মিয়াকে(৩৫) আটক করা হয়। আটক ব্যক্তির বাড়ি উত্তর জগতসার গ্রাম পোঃ পাগাচন চানপুর থানা ও জেলা ব্রাহ্মণবাড়িয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত মাদক (গাঁজা) কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে ঢাকা নিয়ে যাচ্ছিল। তিনি আরও বলেন, পরবর্তীতে আটকৃত ব্যক্তি ও জব্দকৃত মাদক (গাঁজা) চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়