বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৪:৫৮

চাঁদপুর হরিনা ফেরিঘাটে প্রাইভেটকারে মিললো ৫২ কেজি গাঁজা, আটক ২

মিজানুর রহমান
চাঁদপুর হরিনা ফেরিঘাটে প্রাইভেটকারে মিললো ৫২ কেজি গাঁজা, আটক ২

চাঁদপুর সদরে ৫২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আভিযানিক টীম। ১৪ আগস্ট সোমবার দিবাগত রাত ৯টায় মেঘনা নদীর চাঁদপুর-শরিয়তপুর ফেরি রুটের চাঁদপুর প্রান্তে হরিনাঘাটে একটি ব্যক্তিগত প্রাইভেটকার আটক করে এসব গাঁজা জব্দ ও মাদক কারবারিদের আটক করে তারা।

সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান,তার নেত্বত্বে গঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় টীম গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে চাঁদপৃর সদর থানাধীন হরিণাঘাট চৌরাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫২ (বায়ান্না) কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ (দুই) মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মোঃ মোজাম্মেল হোসেন (২৩), পিতা- মোঃ খোকন মিয়া

সাং- গ্রাম নুরপুর, লাঙ্গলকোট,কুমিল্লা ও

মোঃ আল-আমিন (২৭)

পিতা- মৃত জালাল আহমেদ সাং- তাজের ভোমরা, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই কর্মকর্তা বলেন, তাদের কাছে খবর ছিল, মাদকের একটি বড় চালান কুমিল্লা থেকে প্রাইভেটকারে বহন করে চাঁদপুর ফেরিঘাট হয়ে বরিশালের

দিকে নেওয়া হচ্ছে। খবরটি পাওয়ার পর সঙ্গীয় ফোর্স নিয়ে হরিনা ফেরিঘাট চৌরাস্তায় অবস্থান নেয়।

এক পর্যায় ঢাকা মেট্টো-গ ৪৫- ১১৬৪ প্রাইভেটকার গাড়িতে তল্লাশির সময় গাঁজার চালান ধরা পড়ে।

এই বিষয়ে পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়