প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০১:০৫
শ্রীনগর বাজারে বিভিন্ন অনিয়মে ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর বাজরে বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
|আরো খবর
সোমবার ১৪ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর( মুন্সিগন্জ) এর সহকারী পরিচালক আব্দুস সালাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও ডেজিগনেটেড ফুড সেফটি ইন্সপেক্টর নাসরীন সুলতানা মিলি।সার্বিক সহযোগিতায় ছিলেন,শ্রীনগর থানার পুলিশ ফোর্স।এ ব্যাপারে সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন,মুন্সীগঞ্জের প্রতিটি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সময়ে বাজার মনিটরিং এর ব্যবস্থা অব্যাহত থাকবে।