শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:২১

মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে চুরি হয়ে যাওয়া মটরসাইকেলসহ ২ চোর আটক

গোলাম মোস্তফা
মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে চুরি হয়ে যাওয়া মটরসাইকেলসহ ২ চোর আটক
আটক মটর সাইকেলসহ দু'চোর

চাঁদপুরে মোটর সাইকেল চুরি হওয়ার ঘটনায় মামলা দায়েরের পর চুরি হয়ে যাওয়া মটরসাইকেলসহ ২ চোরকে আটক করছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটক ২ মটর সাইকেল চোরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়। পরে আদালত আটক ২ জনকে জেল হাজতে প্রেরণ করে । আটকদের বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহরিন হোসেন ও এএসআই তসলিমসহ সংঙ্গীয় ফোর্স তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।গ্রেফতারকৃতরা হলেনঃ সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যান্দি গ্রামের জসিম গাজীর ছেলে শাহজালাল গাজী (৩০) ও একই গ্রামের বাচ্চু গাজীর ছেলে দেলোয়ার গাজী অরফে দেলু গাজী (২৪)।

এসআই মোঃ শাহরিন হোসেন জানান, ব্যবসায়ী আজিজুর রহমানের একটি লাল রংয়ের এইচ পাওয়ার ১৫০ সিসি মটর সাইকেল গত ১৯ জুলাই তার নিজ বাড়ি কল্যান্দি থেকে চুরি হয়। ২৭ জুলাই ব্যবসায়ী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে চোর শাহজালালের বাড়ি থেকে মটর সাইকেলটির অবস্থান নিশ্চিত করে ২ চোরসহ মটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মহসীন আলম জানান, মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যেই ২ চোর ও মটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়