বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০১:৫৪

রাজধানীতে কঠোর নিরাপত্তা

আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ হাজার সদস্য মোতায়েন

অনলাইন ডেস্ক
আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ হাজার সদস্য মোতায়েন
আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা

আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপির সমাবেশ ঘিরে জলে, স্থলে, আকাশে কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একইদিনে মাত্র এক কিলোমিটার দূরত্বে সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ৩০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ করার লক্ষ্যে জলে, স্থলে ও আকাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুড়িগঙ্গা নদীসহ জলে থাকবে কোস্টগার্ডসহ নৌপুলিশের চৌকস বাহিনীর প্রহরা। স্থলে মোতায়েন করা হবে পুলিশ, আনসার, র‌্যাব, এপিবিএন, বিজিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থা সদস্য।

আকাশে মেশিনগানে সুসজ্জিত হয়ে টার্গেট ফিক্সিং করে টহল দেবে হেলিকপ্টার। ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) চোখে দুই দলের সমাবেশের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। বড় দুই দলের সমাবেশ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি আলোচনা করে কৌশল নির্ধারণ করেছে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। বড় দুই দলের সমাবেশ ঘিরে পুলিশ ও র‌্যাব গড়ে তুলবে নিরাপত্তা বলয়। ডগস্কোয়াড, বোম ডিসপোজাল টিম, জলকামানসহ সব ধরনের অস্ত্রশস্ত্রে থাকবে রণক্ষেত্রের প্রস্তুতি। সন্ত্রাসী, জঙ্গি, দুর্বৃত্ত মোকাবিলায় জানমালের নিরাপত্তায় প্রয়োজনে গুলি করার হুকুম থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে গোটা রাজধানী ঢাকা। যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার চ্যালেঞ্জ মোকাবিলা এড়াতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তৈরি করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সহিংসতা এড়াতে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, সদরঘাট লঞ্চ টার্মিনালে তল্লাশি, মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো, যানবাহনে বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা খতিয়ে দেখা, ওয়াচ টাওয়ারে পর্যবেক্ষণ, সিসি টিভির আওতায় এনে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এ খবর জানা গেছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ২৮ জুলাইয়ে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে কঠোর নিরাপত্তা নিñিদ্র ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ৪ হাজার দাঙ্গা পুলিশসহ ৩০ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবে ডিএমপি, র‌্যাব ও সোয়াট, এপিবিএন, গোয়েন্দা সংস্থাসহ সদস্যরা।

রাজধানী ঢাকায় প্রায় এক কিলোমিটার দূরে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ও বিএনপিকে পল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ স্থলে দলীয় নেতা-কর্মী, সমর্থক, ক্যাডাররা আসা যাওয়ার পথে যাতে সহিংস সংঘর্ষে লিপ্ত না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শান্তিপূর্ণ সমাবেশ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী কোনো বাধা দেবে না, তবে নাশকতা, নৈরাজ্য করা হলে কঠোর হস্তে দমন করা হবে, এ জন্য ২৩ শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপির সমাবেশ কেন্দ্র করে সহিংস সংঘর্ষের আশঙ্কার মধ্যে করণীয় ও কৌশল অবলম্বনের জন্য দফায় দফায় বৈঠক করেছে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি বা সহিংস সংঘাত এড়াতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। রাজধানী ঢাকায় ৩০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছাড়াও ঢাকার প্রবেশপথে বসানো হচ্ছে চেকপোস্ট ও তল্লাশি করবে পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়