শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ২২:০৩

হাজীগঞ্জে ভগ্নিপতির সাথে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিয়ে!

কামরুজ্জাসান টুটুল
হাজীগঞ্জে ভগ্নিপতির সাথে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিয়ে!

হাজীগঞ্জে বড় ভগ্নিপতির সাথে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে বিয়ে দেয়া হয়েছে। গত ২৪ জুলাই সোমবার উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা গ্রামের মিজি বাড়িতে এ বিয়ের ঘটনা ঘটে। বিয়ে পিড়িতে বসা সাদিয়া আক্তার নামের এই শিক্ষার্থী বাড়ির প্রবাসী শাহজালালের মেয়ে। সে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শেণির শিক্ষার্থী। তার রোল নং-৪।

পাশর্^বর্তী শাহরাস্তি উপজেলার ইছাপুরা মুড়াগা গ্রামের হাজী বাড়ির মহিবুল ইসলামের সাথে সাদিয়ার বিয়ে হয়। জন্মনিবন্ধন অনুযায়ী সাদিয়ার জন্ম তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১২। সে হিসেবে তার বয়স ১০ বছর ৫ মাস ১৬ দিন (২৮ জুলাই পর্যন্ত)। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদুজ্জামান ও সহকারী শিকক হাসিনা আক্তার। তারা শিক্ষার্থীর বাড়িতে গিয়ে বিয়ের খবর জানতে পেরেছেন।

প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদুজ্জামান বলেন, আমাদের ৫ম শ্রেণির এই মেধাবী ছাত্রী (সাদিয়া আক্তার) গত কদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। তার বাড়িতে এসে জানতে পারি, সাদিয়ার সাথে তার মৃত বড় বোনের জামাইয়ের (স্বামী) সাথে বিয়ে দেয়া হয়েছে। আমি উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করেছি।

সাদিয়া আক্তারের মা শিল্পী বেগম জানান, আমার বড় মেয়ে কিছুদিন আগে হাজীগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে সিজারের সময় মারা যায়। তার রেখে যাওয়া শিশু কন্যার লালন পালনের জন্য আমার ২য় মেয়েকে প্রথম মেয়ের জামাই মহিবুল ইসলামের সাথে বিয়ের বিষয়টি পাকাপাকি করে রেখেছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ৫ম শ্রেণিতে পড়ুয়া যে ছাত্রীর বিয়ে হয়েছে, তা যদি বিদ্যালয়ের শিক্ষকরা নিশ্চিত করে করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম জানান, বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়