সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১৬:২৩

শতবর্ষী বৃদ্ধ মায়ের ঠাঁই হলোনা ছেলের ঘরে

আব্দুল মান্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতে
শতবর্ষী বৃদ্ধ মায়ের ঠাঁই হলোনা ছেলের ঘরে

সোনা বানু বয়স প্রায় ১০০ বছর বার্ধক্যের ভাড়ে নুইয়ে পড়েছে দেহ।শরীরে দানা বেধেছে নানা রোগ। বৃদ্ধ বয়সে অপ্রত্যাশিত ঘটনায় মাজার হাড় ভেঙে শয্যাশায়ী স্বামী হারা ৫ সন্তানের জননী।বাকরুদ্ধ হয়ে জীবন সায়ান্নে এসে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে।

সোনা বানু শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ২নং ওয়ার্ডে লস্করবাড়ির বাসিন্দা।স্বামী মৃত পিরবক্স শেখ।এক ছেলে মোঃ বারেক ও ৪ মেয়ে নিয়ে ছিলো তার সংসার।

মেয়েদের বিয়ে দেওয়ার পরে স্বামী হারা সোনা বানুর আশ্রয়স্থল হওয়ার কথা ছেলের কাছে কিন্তুু সময়ের নির্মম পরিহাস ছেলে ধনীর দুলালী বিয়ে করে নাড়ির টান ছেড়ে হয় দেশান্তর।লোকলজ্জা ও পরনিন্দার ভয়ে সাময়িকভাবে মাকে কাছে রাখলেও অনাহার ও পানাহারের অভাবে বৃদ্ধ মাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে দ্বিধাবোধ করেনি বৃদ্ধ মায়ের একমাত্র ছেলে মোঃ বারেক।কৌশল অবলম্বন করে পাঁচ বছর আগে বৃদ্ধ মাকে মুমূর্ষ অবস্থায় বারেক তার ছোট বোন ও তার স্বামী মোঃ বাদলকে ডেকে নিয়ে কয়েকদিনের জন্য হাতে তুলে দেয়।তারপর শুরু বারেকের নানা অযুহাত আর ষড়যন্ত্র।আমার ভাই এমন ছিলোনা কি কারনে আমার মাকে শত্রুুর চোখে দেখে জানিনা।আমাদের স্বামীর সংসার ছেলে-মেয়ে রেখে বছরের পর বছর মায়ের কাছে থাকিইবা কি করে। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে এমনটাই বললেন বৃদ্ধার ছোট মেয়ে ফাহিমা।

অর্থবিত্ত সহায় সম্বল যা ছিল সবই খরচ করেছেন সন্তানের জন্য।স্বমাীর দেয়া হেবাকৃত কিছু সম্পত্তি সোনা বানুর শেষ বয়সের সম্বল ছিল কিন্তুু ছেলে বারেক অসৎ উপায় অবলম্বন করে বৃদ্ধ মায়ের থেকে লিখে নিতে কোন্ঠাবোধ করেনি। স্বার্থের জন্য মায়ের গায়ে আঘাত করতেও দ্বিধাবোধ করেনি তিনি।হয়েছে অভিযোগ হয়েছে মামলা হয়নি কোনো পরিত্রাণ।

নাম প্রকাশে অনিচ্ছুক পাশের বাড়ি এক ব্যাক্তি বলেন,আমরা দেখেছি সন্তান ও নাতি-নাতনির জন্য পাগল হয়ে যেত।আশায় বুক বেঁধে থাকতো বাড়িতে কখন ওরা আসবে।মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।যে মাকে আঘাত করলে সে আঘাত আল্লাহর আরশে গিয়ে পৌঁছায়।জীবদ্দশায় মা থাকতে মায়ের মর্ম যে সন্তান বোঝেনা মৃত্যুর পরে সে সন্তানের জান্নাত হবে কি আমি জানিনা।

সাম্প্রতি শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধার ছোট মেয়ে ফাহিমা স্বামী মোঃ বাদল। সোনা বানুর যাবতীয় দেখাশোনা, ভরণপোষণ করে যাচ্ছেন।

শ্রীনগর থানা এস আই আহসান হাবীব জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়