প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৩:৪৮
পুরাণবাজারের চিহ্নিত মাদক কারবারি কালু গাঁজাসহ গ্রেফতার, ৯ মাসের কারাদণ্ড
চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্যম শ্রীরামদী মেয়র সড়কের চিহ্নিত মাদক কারবারি কালু (৪০) দুই কেজি গাঁজাসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের হাতে হাতেনাতে গ্রেপ্তার হয়েছে। অতঃপর তাকে নয় মাসের কারাদণ্ড দিয়েছে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
|আরো খবর
আসামী মোঃ কালু মাঝি (৪০), পিতা-মৃত সেরু মাঝি, সাং-মধ্যম শ্রীরামদী, পুরানবাজার, কবরস্থান রোড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে, এলাকা সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ব্যক্তি পুরানবাজার বউবাজার সংলগ্ন (ওসমানিয়া মাদ্রাসার পেছন) এলাকার একজন চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। সে ভালো হয়ে গেছে, এখন আর গাঁজা বিক্রি করে না। এলাকায় এমন কথা বলে গাঁজা বিক্রির নতুন কৌশল করে বেড়াচ্ছে। একেক সময় একেক রূপ ধারণ করে সে। কখনো অটোচালক আবার কখনো নতুন রাস্তায় কাঁচামাল বিক্রেতা। কিন্তু এবার প্রমাণ হলো এসবের আড়ালে কালু সে তার গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে বলে বেড়ায় এখন সে আর এসবের মধ্যে নাই। কাজ করে ভাত খায়। অথচ সেই চিহ্নিত মাদক কারবারি কালু অবশেষে ২ কেজি গাঁজার প্যাকেট নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হাতেনাতে গ্রেপ্তার হয়েছে।
পুরানবাজারে আরও বেশ কজন গাঁজা ও ইয়াবার চিহ্নিত মাদক কারবারি রয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধেও তৎপরতা অব্যাহত রাখা দরকার বলে মনে করেন এলাকার সচেতন মহল।