সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১৮:১৮

চাঁদপুর সদর মডেল থানার অভিযানে গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর মডেল থানার অভিযানে গাঁজাসহ আটক ১

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলমের নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযানে মডেল থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করে।

জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার এসআই(নিঃ) মোহাম্মদ লোকমান হোসেন, বিপি-৭৭৯৭০৬১২৮৫ সঙ্গীয় ফোর্সসহ ৪ জুলাই ভোর সাড়ে ৫টার সময় চাঁদপুর সদর মডেল থানার ৮নং বাগাদী ইউনিয়নের চাঁদপুর ফরিদগঞ্জ রোডের বাগড়া বাজার হইতে বালিয়া যাওয়ার রাস্তার মাথায় অবস্থিত মাসুদ জেনারেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলমের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুবি বেগম (৩৭) স্বামী- মোঃ রুবেল মিজি, পিতা-মৃত তারা মিয়া গাজী, মাতা- মৃত মরিয়ম বেগম, সাং- আলি নগর, দর্জি বাড়ী, মৃত রফিক মেম্বারের বাড়ী, থানা ও জেলা-ভোলা এর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে তাঁর হেফাজত হইতে ০৯ কেজি গাঁজা উদ্ধার করে। এর পর তাঁকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসে। এবিষয়ে আটক রুবি বেগমকে আসামী করে একটি মাদক মামলা রুজু করা হয়। আটক রুবি বেগকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলম বলেন, এটি আমাদের চলমান অভিযানের একটি অংশ। তবে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এবিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়