শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১৬:২৯

পালবাজার ব্রিজ এলাকায় কোস্টগার্ডের অভিযান

গাঁজাসহ মাদারীপুরের মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
গাঁজাসহ মাদারীপুরের মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুর শহরের পালবাজার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সোমবার (০৩ জুলাই ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এইদিন দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা থেকে হরিণা ফেরীঘাটগামী একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয়া হয়। আভিযানিকদল সিএনজিটি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তায় পপকর্নের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩টি প্যাকেট থেকে মোট ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ০১বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ আবু সিদ্দিক (৩২), মাদারিপুর জেলার মিটাপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত মাদক (গাঁজা) কুমিল্লা থেকে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুরে আনা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা যায়।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়