প্রকাশ : ২০ জুন ২০২৩, ১০:৫৪
আজ জগন্নাথদেবের রথ যাত্রা, চাঁদপুরে ব্যাপক আয়োজন
![আজ জগন্নাথদেবের রথ যাত্রা, চাঁদপুরে ব্যাপক আয়োজন](/assets/news_photos/2023/06/20/image-34538-1687236927bdjournal.jpg)
আজ ২০ জুন মঙ্গলবার ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। দেশের বিভিন্ন স্থানের ন্যায় ইলিশের বাড়ি চাঁদপুরেও ব্যাপকভাবে জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক আয়োজন সম্পন্ন করেছেন সনাতন ধর্মাবলম্বীগণ। তারা বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং নিজেদের সুখ, শান্তি কামনায় আজ বিকেলে মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ, বলরাম ও শুভদ্রা দেবীকে সুসজ্জিত রথে আরোহন করে রথের দড়ি ধরে টেনে মাসীবাড়ি চামুণ্ডা মন্দিরে নিয়ে আসবেন। আর এখানেই অনুষ্ঠিত হবে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় অগ্নিহত্র যজ্ঞ, ভজন কীর্তন, শ্রীশ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, প্রসাদ বিতরণ, সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ, মহা প্রসাদ বিতরণ ও মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। ২৭ জুন বিকেলে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে জগন্নাথ, বলদেব ও শুভদ্রাদেবীকে সুসজ্জিত রথে আরোহন পূর্বক রথের দড়ি ধরে টেনে পূর্বের মন্দিরে নিয়ে আসবেন। সম্পন্ন হবে উল্টো রথ বা ফিরতি রথ।
চাঁদপুর জেলা শহরে আজ বিকেল ৪টায় পুরাণবাজার শ্রী শ্রী গোবিন্দ মন্দির (ইসকন) ঘোষ পাড়া, পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও চাঁদপুর গোপাল জিউড় আখড়ার পক্ষ থেকে সুসজ্জিত রথ বের করা হবে। এছাড়াও পুরাণবাজার হরিসভা মন্দিরেরর শত বছরের ঐতিহ্যবাহী রথখানা তারা মন্দির চত্বরে রেখেই ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করবেন। একই চিত্র দেখা যাবে পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দির, কুন্ডের বাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির, পুরাণবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির, শ্রী শ্রী কালীবাড়ি মন্দির। যেখানে জগন্নাথ দেবের সুসজ্জিত রথের দেখা না মিললেও রথযাত্রা উপলক্ষে আগামী উল্টো রথ পর্যন্ত অনুষ্ঠিত হবে মঙ্গল আরতি, তুলশী আরতি, দর্শন আরতি, জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, রথযাত্রার পূজা ও মহাপ্রসাদ বিতরণ।