শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১০ জুন ২০২৩, ২৩:৩১

চাঁদপুরে ৩৯ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার

মিজানুর রহমান
চাঁদপুরে ৩৯ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার

চাঁদপুরে সম্প্রতি বেশ কয়েকটি মাদকের চালান আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা মাদকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে গাঁজা। এরপর ইয়াবা ও ফেনসিডিল ।

বিশ্লেষকদের মতে, কুমিল্লা সীমান্তবর্তী জেলা হবার সুবাদে চাঁদপুরকে মাদকের করিডোর হিসেবে ব্যবহার করছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চল জেলার মাদক কারবারিরা। মাদকবিরোধী অভিযান চললেও থামছে না মাদক পাচারের ঘটনা।

গেল মে মাসে ও চলতি জুন মাসের শুরুতেই যে কয়েকটি মাদকের চালান আটকের ঘটনা ঘটেছে তার বেশ কয়েকটিতে পাচারকারীদের অভিনব কৌশল গ্রহণের সামনে এসেছে। রিক্সাভ্যানে, প্রাইভেটকারে,মোটরসাইকেলে, ট্রলি ব্যাগসহ নানা কৌশলে এসব মাদক পাচারের ঝুঁকি নেন বহনকারী ও মাদক কারবারিরা। সড়ক ও রেল পথে কুমিল্লা ও চট্টগ্রাম হতে মাদক সংগ্রহ করে তারা চাঁদপুর হয়ে নদীপথে লঞ্চ ও ফেরিঘাটকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

শনিবার ১০ জুন চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাস জব্দ, ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) চাঁদপুর।

এ সংস্থার চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, তার নেতৃত্বে ১০ জুন, শনিবার বিকাল ৪টার সময় তাদের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন বাবুরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইলিয়াস রহমান সজলকে (৩১) গ্রেফতার, পিতা-আবদুস সালাম খান, সাং-দুধল মৌ, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, ১টি মাইক্রোবাস (গাড়ি নং ঢাকা মেট্রো চ-৫১-৪১৮০) ও ৩৯ (ঊনচল্লিশ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে উপ-পরিদর্শক পিয়ার হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এর একদিন আগে চাঁদপুর কোস্টগার্ড লঞ্চ ঘাট এলাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি লঞ্চের যাত্রীর কাছ থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি কে গ্রেফতার করে। একই দিন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ চাঁদপুর-শরীয়তপুর নৌরুটের হরিনা ফেরিঘাট এলাকা থেকে অভিযান পরিচালনা করে চার হাজার পিস ইয়াবা সহ একটি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়