প্রকাশ : ০৪ মে ২০২৩, ১০:৫৩
হাজীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে হাজীগঞ্জের মিষ্টির দোকান ও রেস্টুরেন্টকে পনর হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩ মে বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন জানান, মূল্য তালিকা না থাকায় হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড এলাকায় মুন্সী সুইটসকে ৫ হাজার টাকা এবং ভাসি গ্রীল পাওয়ায় প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।