প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ১৯:১১
হাজীগঞ্জে লিফটের ফাঁকা গর্তে কোরআনে হাফেজ এক কিশোরের মরদেহ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মাষ্টার পাড়া এলাকায় এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা গর্ত থেকে কোরআনে হাফেজ আব্দুল্লাহ আল কাউছার (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন তারা।
সোমবার (২৪ এপ্রিল) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ।
রবিবার (২৩ এপ্রিল) দিনগত রাতে লিফটের গর্তে প্রবাসী আজিজুর রহমানের ভবনের প্রহরী ছাবের আহাম্মদ ও তার স্ত্রী তাছলিমা বেগম পচা দুর্গন্ধ থেকে কাউছারের মরদেহ দেখতে পায়।
প্রহরী ছাবের আহাম্মদ ও তার স্ত্রী তাছলিমা বেগম জানান, নির্মানাধীন বিল্ডিংয়ের মালামাল দেখার জন্য দ্বিতীয় তলায় যান তারা। মালামাল দেখে আসার সময় নির্মানাধীন বিল্ডিংয়ের নিচ তলা লিফটের ফাঁকা গর্ত হতে দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন টর্চ লাইট মারলে মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ও থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন তারা।
হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের বাবা মোস্তফা কামাল জানান, তার ছেলে কোরআনে হাফেজ। রমজানের মাসে ফরিদগঞ্জ উপজেলায় তারাবি নামাজ পড়ানো শেষে ঈদ করতে বাসায় ফেরেন। চাঁদ রাত অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন। এরপর বাসায় ফিরেনি। নিখোঁজের দুইদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। ২০১৮ সাল থেকে তারা মকিমাবাদ মাস্টার পাড়ায় বাসা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ী চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকা। এদিকে, থানা পুলিশ সূত্রে জানা যায় নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কোনকিছু দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়েছে। লাশ গুম করতেই লিফটের ওই করতে গর্তে ফেলে রাখা হয়।