প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ১৯:৪৭
ট্রাভেল ব্যাগে ৭ কেজি গাঁজা পাচারকালে গ্রেফতার ১

চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে ট্রাভেল ব্যাগে করে প্রচারের সময় ৭ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের একটি টীম।
|আরো খবর
এই দপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, তাঁর সার্বিক তত্বাবধানে ১৫ এপ্রিল শনিবার রাত সাড়ে দশটার সময় উপ-পরিদর্শক পিয়ার হোসেন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ডস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সুজন গাজী (২০), পিতা-মোঃ নিজাম গাজী, মাতা-সেলিনা বেগম, স্থায়ী সাং-বড়গোপালদী, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালীকে ০৭ (সাত) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে উপ-পরিদর্শক পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
জানা যায়, কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাচারের জন্য সড়ক ও রেলপথে চাঁদপুরের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও পাচারকারীরা নানা কৌশলে মাদক বহন করে। যার কিছু ধরা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়ে। অনেক মাদক ধরাছোঁয়ার বাইরে থাকলে সেগুলো পাচার হয়ে যায়। চাঁদপুর নদীপথ মাদক পাচারের রুট হিসেবে দীর্ঘদিন যাবৎ ব্যবহার হয়ে আসছে।